নিউজ ডেস্ক - বাংলার আকাশে লুকোচুরি খেলছে রোদ আর বৃষ্টির । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজায় থাকবে ভারী বৃষ্টি। ফলে কৃষকদের মুখে যে হাসি থাকবে।
আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে যার অবস্থান বাংলার উপরে। তার জেরেই বৃষ্টি চলছে রাজ্যে। আরও জানা যাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে। এরসাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
আবার অপরদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলাতে। এর মধ্যে কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।