WEST BENGAL : ক্লাস চলাকালীন মেঝেতে ধস, গর্তে পড়ে যায় ৪ জন পড়ুয়া

 


নিউজ ডেস্ক - ঝাড়গ্রামের নয়াগ্রামের একটি স্কুলে ক্লাস চলাকালীন মেঝে ধসে গিয়ে গভীর গর্তে পড়ে গেল চার পড়ুয়া। তৎক্ষণাৎ ওই চারজনকে উদ্ধার করা হয়।ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবক মহলে। দুর্ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। তবে 

সূত্রের খবর,নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো বুধবারও এখানে ক্লাস চলছিল। এক শ্রেণিকক্ষে ক্লাস চলছিল চতুর্থ ও প্রথম শ্রেণির পড়ুয়াদের। সাড়ে ১১টা নাগাদ আচমকা সেই ক্লাসের মেঝেতে ধস নামে। প্রথম বেঞ্চের চার পড়ুয়া পড়ে যায় ওই ধসে যাওয়া গর্তে । তীব্র আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে । শিক্ষকরা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। চার পড়ুয়াদের মধ্যে কারওরই খুব বেশি আঘাত লাগেনি বলে স্কুল সূত্রে খবরে জানা যাচ্ছে। ধসের কবলে পড়া চার পড়ুয়ার মধ্যে একজন ছিল প্রথম শ্রেণির পড়ুয়া। 

এ বিষয়ে স্কুলের এক শিক্ষক অপু ঘোষের বক্তব্য, ”এই স্কুলটা ১০, ১৫ বছরের পুরনো। পাশে নদী বয়ে গিয়েছে। বর্ষায় জলস্ফীতিতে স্কুলের দেওয়াল সম্ভবত ক্ষয়ে গিয়েছে। হয়ত মেঝেটাও নরম হয়ে গিয়েছে। সেই কারণে এমন দুর্ঘটনা ঘটল। ক্লাস করতে করতে আচমকা মেঝে ধসে ৪ জন পড়ুয়া পড়ে গিয়েছিল। তবে তাদের কারও বিশেষ লাগেনি।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন