নিউজ ডেস্ক - বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ মেদিনীপুরের গেট বাজার সংলগ্ন এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে লাগা আগুনে ঝলসে মৃত্যু রানা নামে নয় বছর বয়সী এক নাবালকের।আগুনে পুড়ে ছাই প্রায় পাঁচ থেকে ছ’টি দোকান। সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে দু’থেকে তিনটি বাড়ি।
সূত্রের খবর , বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ বাজারে অবস্থিত একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজার চত্বরে এবং এলাকায়। ভস্মীভূত হয়ে যায় দোকান থেকে বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসা দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আগুনে ঝলসে যাওয়া ওই নাবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকস্তব্ধ হয়ে পরে পরিবারের সদস্যরা।
মৃত নাবালকের বাবা বলেন, “আমি শ্বশুরবাড়িতে ছিলাম। রাত্রি সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে বলে ভাইয়ের কিছু হয়ে গিয়েছে তুমি এসো। আমি দৌড়ে এসেছি আগুন শুনে। ছেলে এইভাবে চলে যাবে।” মৃতের ঠাকুমা বলেন, “আগুন গায়ে বাচ্চাটা ভয়ে ছুটে চলে এসেছে। আর কথা বলতে পারেনি। ওর দাদুর গায়েও আগুন লেগেছে। একদিকে আমার স্বামী অর্থাৎ ওর দাদু পড়ে রয়েছে, অন্যদিকে নাতি পড়ে আছে।” গেট বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাত্র জানান গোটা ঘটনায় স্তব্ধ বাজার। প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।