WEST BENGAL : জলপাইগুড়িতে চুরি সোনার গহনা ও নগদ টাকা , কিন্তু চোর ছেড়ে গেল একটি চিঠি

 

নিউজ ডেস্ক -জলপাইগুড়ি ধূপগুড়ির মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে আজব চুরির ঘটনা। বাড়িতে চুরি গেছে কিন্তু বাড়ির খাটের ওপর থেকে উদ্ধার হল একটা চিঠি।যাতে রয়েছে রাজনৈতিক কথা ও হুমকি। পাঁচ মাস আগে বিয়ে হওয়া বাড়ির নতুন বউয়ের জন্য চোরদের মারফত লেখা চিঠিতে লেখা, "নির্বাচনে ভোট জায়গা মত দেননি, তাই গ্রাম ছাড়তে হবে ছেলে ও ছেলের বউকে। না হলে প্রাণে মেরে ফেলা হবে।"

সূত্রের খবর , সোমবার রাতে আলতা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়িতে চুরি হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে, মাঝ রাতে ঘরে ঢোকে চোর। কিন্তু বাড়ির গেটে তালা লাগানোই ছিল, কীভাবে ঘরের মধ্যে চোর ঢুকল, তা নিয়ে উঠছে প্রশ্ন। সেক্ষেত্রে খোলা জানালা দিয়েও চোর ঢুকতে পারে বলে অনুমান করছেন তারা। সকালে ঘুম ভাঙলে পরিবারের সদস্যরা জানান, ঘরের আসবাবপত্র এলোমেলো, জামাকাপড় ছড়িয়েছিটিয়ে পড়ে থাকতে এবং আলমারির লকার খোলা থাকতে দেখেন। সেই লকার থেকেই সোনা, নগদ টাকা চুরি হয়েছে। লকারে এক ভরি সোনার গয়না ছিল বলে জানা গিয়েছে।

এরসাথে বাড়িতে একটা চিঠিও ছেড়ে গিয়েছে চোর। সেখানে আবার তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।এরসাথে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে সেই চিঠিতে। চিঠিতে লেখা রয়েছে, “ভোট আপনারা জায়গা মতো দেননি তার শাস্তি এটাই। আমি পার্টির ছেলে। মেরে দেবো আপনার ছেলেকে, সবাইকে শেষ করে দেব, আমি জেল ফেরত আসামী পার্টির লোক। যদি পরিবারকে বাঁচাতে চান, তাহলে ছেলে ও ছেলের বউকে দূরে কোথাও পাঠিয়ে দিন, সারা জীবনের জন্য।”

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন ধূপগুড়ি থানার পুলিশ। বিশ্বজিৎ বলেন, “ঘরে ছেলে-ছেলের বউ ছিল। সোনার কানের, গলার নিয়ে গিয়েছে। চিঠিতে লেখা, ছেলে-ছেলের বউকে বাড়ি থেকে অন্যত্র রাখতে হবে। বাড়িতে রাখা যাবে না।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন