নিউজ ডেস্ক - জলপাইগুড়ির মালবাজারের নেপুচাপুর চা বাগানের বস্তি এলাকায় চিতাবাঘের আক্রমণে আহত হল ১ শিশু-সহ ৭ জন। কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর, নেওরা-সহ অন্যান্য ছোট চাবাগানগুলিতে চিতাবাঘের উপদ্রব প্রায় থাকে।কিছুদিন আগেই নেওরা চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় পর পর দুটি চিতাবাঘ আটক হয়। কিন্তু এরপরও চিতাবাঘের হামলা কমেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী মমতা রায় বলেন যে , চা বাগানে চিতাবাঘ আসার খবর পেয়ে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান। সেই সময় হঠাৎ করে চিতা বাঘ বাগানের ঝোপ থেকে লাফিয়ে বাইরে এসে লাফিয়ে পড়ে আয়ান রায় নামে বছর চারের এক শিশুর ওপর। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল তার দাদু গৌরাঙ্গ রায়। নাতিকে বাঁচাতে গিয়ে চিতাবাঘের হামলার শিকার হন তিনিও।
এরপর ওই চিতাবাঘটি বাগানের মধ্যেই আরও বেশ কয়েকজনের উপর হামলা চালায়। বাগানের মধ্যে চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের নাম প্রদীপ ওঁরাও , মার্কোস ওঁরাও, রফি ওঁরাও, মুখেশ রায় ও মাংড়ি ওঁরাও। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বনদফতরকে খবর দিলে বনকর্মীরা বাগানে পৌঁছে বাগানে ফাঁদ পাতেন।