WEST BENGAL : দ্রুততার সঙ্গে বাড়ছে আলুর দাম , টানটান অবস্থা মধ্যবিত্তের পকেটে

 


নিউজ ডেস্ক -বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাজারে আলু ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। জোগান কম, চাহিদা বেশি, তাই হু হু করে বাড়ছে আলুর দাম। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন।তাই বাজারে আলুর জোগান বাড়াতে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ দিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা। কোনওভাবেই বাজারে যাতে আলু সঙ্কট তৈরি না হয়, তা দেখতে মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। এর সাথে বিশেষ করে যে জেলাতে আলু চাষ হয় এবং হিমঘর রয়েছে, সংশ্লিষ্ট জেলাশাসকদের তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। প্রয়োজনে হিমঘরে গিয়ে আলু বের করে আনারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

 সবজি, কাঁচা আনাজের দামের সাথে সাথে এবারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় রীতিমতো অবসাদে ভুগছেন মধ্যবিত্ত-নিম্নবিত্তরা।সোমবার পর্যন্ত জ্যোতি আলুর দাম ছিল ৩৪ থেকে ৩৫ টাকা, চন্দ্রমুখী ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার টা পাল্টে প্রতি ক্ষেত্রেই ৪৫ থেকে ৫০ টাকা কিলো দরে আলু বিকোচ্ছে। 

রাজ্য পুলিশের বিরুদ্ধে জুলুমবাজি-সহ অসংখ্য অভিযোগ নিয়ে সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘর থেকে আলু বার করছেন না ব্যবসায়ীরা। সোমবার সেই কর্মবিরতিতে সামিল হননি সিঙ্গুর ও হরিপালের ব্যবসায়ীরা। কিন্তু মঙ্গলবার থেকে তাঁরাও সামিল হয়েছেন। ফলে সোমবার সিঙ্গুর ও হরিপালের হিমঘর থেকে যে পরিমাণ আলু বাজারে এসেছে, তার স্টকও শেষ হয়ে গিয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন