নিউজ ডেস্ক - মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালের বিরুদ্ধে উঠল ঠিক মতো চিকিৎসা না করার অভিযোগ।যাকে কেন্দ্র করে শনিবার সকাল সকাল হাসপাতালে উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর,শুক্রবার সন্ধ্যায় জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় চার বছর বয়সী তানভির শেখ নামে এক শিশুকে।তারপর শনিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত শিশুর পরিবারের দাবি যে শিশুটিকে ভর্তি করানোর পর থেকে ঠিক মতো চিকিৎসা করা হয়নি।এরপর মৃতের পরিজনেরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।ঘটনার খবর পাওয়ার পর বহরমপুর থানার পুলিশ সেখানে গেলে মৃতের পরিবারের সাথে ঝামেলা শুরু হয়ে যায়।ঘটনায় মৃতের ২ জন আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার অভিযোগ উড়িয়ে দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যালের অধ্যক্ষ অমিত কুমার দাঁ বলেন " চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো যায়নি।তদন্ত কমিটি গড়েছি।"