নিউজ ডেস্ক - বুধবার হাওড়ার উলবেড়িয়ার গড়চুমুক পর্যটনকেন্দ্রের সামনে হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক হোটেলকর্মীর। সংস্পর্শে এসে ওই বিদ্যুতের তারে দীর্ঘ ক্ষণ ঝুলতে দেখা যায় ওই কর্মীকে। পরে তার স্থানীয়েরা দেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন। উত্তেজিত জনতাকে সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে, হাওড়ার গড়চুমুক পর্যটনকেন্দ্রের গেটের সামনে দিয়ে গিয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার , যার থেকে কিছুটা দূরে রয়েছে দোতলা হোটেল। ওইদিন সকালে ওই হোটেলের এক রাঁধুনি ছাদে কাপড় শুকোতে গিয়েছিলেন।আর ঠিক সেই সময় তাঁর শরীর বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসতেই ঝলসে যায় দেহ।ঘটনার পর বিদ্যুতের তারে বেশ কিছু ক্ষণ ঝুলতে থাকেন তিনি। ওই ভাবে দেহ ঝুলতে দেখে শুরু করা হয় উদ্ধারকাজ। এরইমধ্যে খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা তাদের ঘিরে বিক্ষোভ শুরু করে এবং হোটেল ভাঙচুরের চেষ্টাও করা হয়। ফলে পাল্টা লাঠিচার্জ ও র্যাফ নামায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আপাতত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে, এই ঘটনার পর হোটেলের কর্মচারীরা পালিয়ে যান।