নিউজ ডেস্ক - মালদার ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের আশঙ্কাজনক অবস্থায় ২ জন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ও আহতদের মধ্যে কারোর বয়স কুড়ির উপরে নয়।
জানা যাচ্ছে এই দিন রাতে একটি জাইলো গাড়িতে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিলেন। সেই মুহূর্তে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে। ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় এক আরোহীর মাথা কেটে রাস্তায় ছিটকে পড়ে যায়। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ৫ জনের মৃত্যু হয় এবং বাকি দু’জনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত ও নিহতদের পরিজনরা দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন। জানা গিয়েছে , ওই ৭ জনের বাড়ি কালিয়াচকের আলিপুরে। তাদের প্রত্যেকের বয়স কুড়ির নীচে। এক আহতর বাবা বলেন, "আমি জানতাম না ছেলে কোথায় যাচ্ছে। আমাকে ফোন করে বলা হয়, আমার ছেলের দুর্ঘটনা ঘটেছে। সেই ফোন পেয়েই এসেছি আমি।"
আর এক ব্যক্তি বলেন, "আমার ভাগ্নে দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানতে পারি। ফোন পেয়েই চলে আসি আমি"। কিন্তু, ওই সাতজন কেন মালদা আসছিল, তা জানা যায়নি ।