নিউজ ডেস্ক - আমেরিকার ম্যানহাটনের ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের এক ব্যক্তির নাম কার্ক ওয়াকার। তাঁর বয়স ছিল ৩৮ বছর। এর আগের পক্ষের তিন সন্তান রয়েছে তাঁর। এর সাথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর তুতো ভাই রব ম্যাকলরিনের।
রবিবার নিউ জার্সির গারফিল্ডে ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল কার্কের। কিন্ত শনিবার রাতে পার্টি করে ফেরার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ লাগে।এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছে ট্রাকে থাকা এক যাত্রী। কিন্তু ট্রাকের চালক এখনো পলাতক। কার্কের হবু স্ত্রী শন্টিয়া উইভার বলেন, ‘‘আমার এখন বিয়ের পোশাকে থাকার কথা। এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে, কোনও টিভি শো দেখছি।’’
Tags:
ROAD ACCIDENT