Airport: আচমকা কলকাতা বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা যাত্রী, চাঞ্চল্য সৃষ্টি বিমানবন্দরে




নিউজ ডেস্ক - শুক্রবার রাত ৯ টা ৩০নাগাদ বেঙ্গালুরু থেকে এসেছিলেন কলকাতা বিমানবন্দরে এসে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লেন পবন কুমার নামে এক যাত্রী।যার জেরে এইদিন রাতে বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হয় কলকাতা বিমানবন্দরে। বিমান বন্দর সূত্রে খবর থেকে জন্য যাচ্ছে, ওই মহিলার গন্তব্যস্থল ছিল আগরতলা। 

রাত সাড়ে ৯টার আগরতলাগামী বিমান ধরার জন্য অপেক্ষা করছিলেন।এরপর টাইম মতো সিকিউরিটি চেকিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান। কলকাতা বিমানবন্দরের SHA ৩ কাছে সিকিউরিটি চেকিং করার কিছু সময় পরেই ঘটনাটি ঘটে যায় ।বিমানবন্দরের কর্মীরা জানাচ্ছেন আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। প্রথম তাঁকে পড়ে থাকতে দেখেন সিকিউরিটির দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। দ্রুত বিমানবন্দরের মেডিকেল টিমের কাছে খবর গেলে তারা দ্রুত এসে চিকিৎসা শুরু করে দেয় । যদিও তখনও তার জ্ঞান ফেরেনি। এরপর তাকে এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্স করে তাঁকে পাঠানো হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন