নিউজ ডেস্ক - উত্তর দিনাজপুরের ডালখোলা থানার মহম্মদপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের টোটো আটকে এক ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ে চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর দ্বারা গ্রেফতার তিন দুষ্কৃতী। এলাকাবাসীরা অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন ডালখোলার দেশবন্ধুপাড়ার বাসিন্দা আক্রান্ত ব্যবসায়ী মনোজ আগরওয়াল। তাঁর দাবি যে সকালবেলা হাটে যাওয়ার জন্য একটি টোটো ধরেন তিনি। এরপরই ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই দুষ্কৃতী ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ী বলেন, “সকালে বিকোর হাট যাওয়ার জন্য টোটো ধরি। টোটোটি মহম্মদপুর ফ্লাইওভারের নিচে পৌঁছতেই তিন দুষ্কৃতী টোটোটিকে দাঁড় করায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আমি তাঁদের বাধা দিলে তাঁরা বাইক নিয়ে পড়ে যায়।”
স্থানীয় সূত্রে খবর, কয়েকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি তাদের নজরে এলে তারা কাছে যেতেই দুষ্কৃতীরা তাঁদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র স্থানীয়দের দিকে তাক করে। যদিও কোনওভাবে ধরে ফেলে ঘটনাস্থলে ডালখোলা থানার পুলিশ এলে তাদের হাতে দুষ্কৃতীদের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।পুলিশ ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক সয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে।