নিউজ ডেস্ক - হুগলির মগরায় গুলিবিদ্ধ হয়ে আহত হল বিশ্বনাথ দে ও মইদুল ইসলাম নামে দুইজন। দু’জনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিশ্বনাথ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে খবর, মগরা থানার নাকসা মোড়ের কাছে গতকাল রাত ১.৩০ নাগাদ দু’জন বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিলেন। সেই সময়ে পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের ফলো করছিল । এরপর নাকসা মোড় ছাড়িয়ে কিছুদূর যেতেই গাড়িটি থেকেই ২ টি মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর মইদুলের থাইয়ে গুলি লাগে। বিশ্বনাথ নামে ওই ব্যক্তির হাতে ও পেটে গুলি লাগে। পুলিশ সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান যে, পুরোনো শত্রুতার জন্য এই ঘটনা হতে পারে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, কারা কী উদ্যেশে গুলি চালালো সব দিক খতিয়ে দেখা হচ্ছে।বিশ্বনাথের মা সবিতা দে বলেন, ছেলে মাটির কারবার করে। আর তৃণমূলের মিটিং মিছিলে যায়। কিন্তু বেশ কয়েক বছর ধরে ছেলে বৌমা ও নাতনিকে নিয়ে আলাদাভাবে নীচের ঘরে থাকেন। মা উপরতলায় থাকেন। আজ সকালে তিনি জানতে পারেন যে ছেলের গুলি বিদ্ধ হয়েছে।