নিউজ ডেস্ক : এবার থেকে রাস্তায় বেআইনি কোনো অটো, টোটো, ম্যাজিক গাড়ি বা ট্রেকার দেখা দিলেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আচমকা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, বেআইনি যান ধরার জন্য নিদান দিয়েছে।কিছুদিন আগে নদিয়ায় একটি অটো রুটে জনস্বার্থ মামলায় এমন সিদ্ধান্ত নিয়েছে হাই কোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য যে গত ২০১০ সালেই পরিবহণ দফতর নির্দেশিকা দিয়ে জানায়, কোনও অটো রুটে নতুন করে কোনও যানকে অনুমোদন দেওয়ার আগে খতিয়ে দেখতে হবে রাস্তার অবস্থা ও সেখানে কত যানজট হচ্ছে। সেই সব বিচার করেই সিদ্ধান্ত নেওয়া যাবে।
এদিকে নদিয়া জেলার রানাঘাটের এসবিআই মোড় থেকে পায়রাডাঙা স্টেশন পর্যন্ত তীব্র জ্যাম হয়। যার ফলেই অভিযোগ ওঠে যে ওই রুটেই কর্তৃপক্ষ নতুন অটোকে অনুমোদন দেওয়ার ফলে এমন অসুবিধার মুখে পড়ছে সাধারণ মানুষ। সেই সিদ্ধান্তকে না মেনে কিছু অটোচালক হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। আর সেই জন্যই বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি করে জানিয়েছে যে এবারে পুরো নদিয়ায় পরিদর্শন করে বেআইনি যান বাজেয়াপ্ত করা হবে যাতে। তবে এই প্রথম নয় এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।