নিউজ ডেস্ক : একদিকে ওপার বাংলায় চলছে উত্তেজনা। আর l সেই উত্তেজনা যাতে কলকাতায় না ছড়ায় তার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। এদিন ফেসবুকে কড়া নজরদারি করছে লালবাজার৷ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উস্কানিমূলক পোস্ট করার জন্য প্রায় আড়াইশোজনকে ফোন করে পোস্ট ডিলিট করাচ্ছে লালবাজার থানার পুলিশ।
শুধু রাজ্য পুলিশই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আবেদন করেন, যে কোনওভাবেই বাংলাদেশ নিয়ে যেন কোনও উস্কানিমূলক পোস্ট কেউ না করেন৷ কারণ হিসেবে জানা যাচ্ছে, যেহেতু বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরো করা পদক্ষেপ নিতে হচ্ছে রাজ্য সরকারকে৷ একদিকে সীমান্ত লাগোয়া এলাকায় থাকা বাড়িগুলিকে নয়, সমাজমাধ্যমেও কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকে৷
Tags
WEST BENGAL