BANGLADESH : বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন

 



নিউজ ডেস্ক : বাংলাদেশে বর্তমান অবস্থাকে মাথায় রেখে মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাবে রাজি হলেন সেখানকার রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। কোটা সংস্কার আন্দোলনের ফলে তোলপাড় বাংলাদেশ। সোমবার নিজের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তারপরই সোমবার বিকেলে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেন। 

এদিকে মঙ্গলবার পড়ুয়াদের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ও কাজ নিয়ে প্রস্তাব দেওয়া তৈরী করা হয়। সেখানেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসের নাম প্রস্তাব করা হয় ও রাতারাতি  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠকেই মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন তাঁর নাম ঘোষণা হওয়ার আগে তিনি জানান, “যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি? একমাত্র অবাধ নির্বাচনের মধ্য দিয়েই দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন