নিউজ ডেস্ক - বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী অর্থনৈতিক বিশেষজ্ঞ মহম্মদ ইউনুসের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর বাংলাদেশের ও দিল্লির। এদিকে, মহম্মদ ইউনুসের শপথ ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের সেনার প্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, মহম্মদ ইউনুসকে সর্বোতভাবে সহযোগিতা করতে পুরোপুরি প্রস্তুত সেনা।
উল্লেখযোগ্য বিষয়, সোমবার বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর তিনি তার বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন। বহু রিপোর্টে তার বিরুদ্ধে দাবি করা হয়েছে যে, তিনি প্রাণের ভয়ে দেশ পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরপর থেকে সেদেশে কার্যত সেনার পরিচালনায় গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার গঠনকালে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে, কোনও দল বা গোষ্ঠীকে ক্ষমার আকাঙ্খা চারিতার্থ করতে তাঁরা এই লড়াই করেননি।
এর আগে, বাংলাদেশের সেনা প্রধান জানিয়ে ছিলেন, তিনি বিমানবন্দরে মহম্মদ ইউসুফকে নিতে যাবেন। তিনি বলেন, "আমরা তাঁকে সর্বোতভাবে সহায়তা করব। সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী - সবার কাছ থেকে কিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে তিনি অত্যন্ত সফলভাবে ওঁর এই কাজ সমাধান করতে সফল হবেন।"