BANGLADESH: বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার তিনদিন পর গঠিত হল অন্তর্বর্তী সরকার , কাজ করতে তৈরি মার্কিন যুক্তরাষ্ট্র



নিউজ ডেস্ক - বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা  ইস্তফা দেওয়ার তিন দিন পর অবশেষে সেখানে গঠিত হল অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারের প্রধান হয়ে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুস। ঢাকার বঙ্গভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। ইউনুসের সঙ্গে শপথ নেন আরও ১৬ জন। ওই দিন শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করার জন্য নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস  প্যারিস থেকে বৃহস্পতিবারই দুপুর ২টা ১০ মিনিট ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছন।             

প্রসঙ্গ অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মত অনুযায়ী, বাংলাদেশ তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে। সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন , "আমরা বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন