নিউজ ডেস্ক - যাত্রী পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ রেলের৷ বিধাননগর রোড স্টেশনটি হল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখান থেকে বিভিন্ন বহু যাত্রীরা যাতায়াত করেন। বিশেষ করে অফিস টাইমে প্রতিদিন এই স্টেশনে প্রচুর ভিড় হয়।
তাই যাত্রীদের সুরক্ষা এবং ভিড় পরিচালনার প্রয়োজনীয়তার কথা ভেবে আগামী ছয় মাসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩১৩৩৭ আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির বিধাননগর রোড স্টেশনে সন্ধ্যা ৭:১৭ টায় থামবে।
এর সাথে যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার কথা ভেবে পূর্ব রেলওয়ে ৩১৩৩৭ আপ সন্ধ্যা ৭.১০ এর শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনের বিধাননগর রোড স্টেশনে থামবে।
Tags
Kolkata