গ্রামবাসীরা জানাচ্ছেন, সেতুটি তৈরি হওয়ার সময় তারা মনে করেছিলেন যে সেতু তৈরি হলে তাদের দুর্ভোগ কমবে,এবং যাতায়াত সহজ হবে। কিন্তু তাদের আশা আশাই থেকে গেল।সেতুতে ওঠার ব্যবস্থা না থাকায় সেতু নির্মাণ হলেও, তা কোনও কাজে আসছে না গ্রামবাসীদের। আবার এই সেতু দিয়ে যাতায়াত করার জন্য মই ব্যবহার করতে হয়।বাসিন্দারা আরও জানায়, সেতুতে ওঠার রাস্তা তৈরি করার জন্য জমির প্রয়োজন ছিল। তাই সরকার সেই ব্যক্তিগত জমিও ক্রয় করে। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে এখনও সেতুর কাজ সম্পূর্ণ করা হয়নি।
Tags
India