BIHAR: ৮ বছর হয়ে গেলেও সেতুর কাজ অসম্পূর্ণ , ফলে মই বেয়ে উঠতে হচ্ছে বাসিন্দাদের

 




নিউজ ডেস্ক - দীর্ঘ ৮ বছর ধরে বিহারের আরারিয়া জেলার মাজগামা গ্রামের বাসিন্দাদের সেতু নিয়ে কোলচ্ছে দুর্ভোগ।২০১৬ সালে বিহারের ওই গ্রামে পারমান নদীর উপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা খরচ করে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেই সেতু নির্মাণের ৮ বছর পেরিয়ে গেলেও, সেই ব্রিজের উপর দিয়ে একটি গাড়িও যাতায়াত করতে পারে না। এর অন্যতম কারণ, সেই সেতুতে ওঠার কোনও রাস্তাই তৈরি করা হয়নি।

গ্রামবাসীরা জানাচ্ছেন, সেতুটি তৈরি হওয়ার সময় তারা মনে  করেছিলেন যে সেতু তৈরি হলে তাদের দুর্ভোগ কমবে,এবং যাতায়াত সহজ হবে। কিন্তু তাদের আশা আশাই থেকে গেল।সেতুতে ওঠার ব্যবস্থা না থাকায় সেতু নির্মাণ হলেও, তা কোনও কাজে আসছে না গ্রামবাসীদের। আবার এই সেতু দিয়ে যাতায়াত করার জন্য মই ব্যবহার করতে হয়।বাসিন্দারা আরও জানায়, সেতুতে ওঠার রাস্তা তৈরি করার জন্য জমির প্রয়োজন ছিল। তাই সরকার সেই ব্যক্তিগত জমিও ক্রয় করে। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে এখনও সেতুর কাজ সম্পূর্ণ করা হয়নি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন