নিউজ ডেস্ক - অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের একটি হোস্টেলের খাবার খেয়ে মৃত্যু ৩ জনের এবং ২৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি । গত শনিবার হস্টেলে সিঙারা, বিরিয়ানি খাওয়ার পর রবিবার সকাল থেকেই ও অনেকে পেট গোলানো, ঘনঘন বমি, পায়খানার মতো লক্ষণ দেখা দেয়। এরপর পরিস্থিতি ক্রমশই খারাপ হতে শুরু করলে আবাসিকদের বাড়িতে খবর দিলে পরিবারের লোকেরা এসে নিয়ে যান।
ঘটনা নিয়ে অন্ধ্র প্রদেশের সরকার আনাকাপল্লি জেলাশাসকের কাছে রিপোর্টও তলব করেছে। বিশাখাপত্তনমের আনাকাপল্লেতে ট্রাস্ট কালেক্টর বিজয় কৃষ্ণন সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, শনিবারের খবর খেয়ে ৩৭ জনের ফুড পয়েজনিং হয়ে গিয়েছে। আনাকাপল্লে ও বিশাখাপত্তনমের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।জানা যাচ্ছে, মৃতদের সকলেরই বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। ওই হস্টেলে ৮৬ জন থাকেন। মূলত সেখানে অনাথ শিশু যারা, অথবা সিঙ্গল প্যারেন্ট থাকার কারণেও অনেকেই এখানকার আবাসিক। খাবার খাওয়ার আগে এই হস্টেলে প্রার্থনার নিয়ম রয়েছে। রাতে প্রার্থনার শেষ করে বিরিয়ানি, সিঙারা, চকোলেট দেওয়া হয় ওই আবাসিকদের। পরদিন থেকে পেট খারাপ, বমি শুরু হলে হাসপাতালেও নিয়ে যেতে হয় অনেককে আবার অনেককে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
Tags
India