নিউজ ডেস্ক - আজ বৃহস্পতিবার অলিম্পিক্সে দেশে তৃতীয় পদকের আশা রয়েছে। আর সেই পদকের আশা রয়েছে সেই শুটিংয়ের মধ্যে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে উঠেছেন স্বপ্নিল কুসালে। ব্যাডমিন্টনে রয়েছে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি, পিভি সিন্ধু, লক্ষ্য সেনের নক-আউট ম্যাচ। আজ হকিতে বেলজিয়ামের মুখোমুখি হবে ভারত।
এক নজরে আজকের খেলা -
১ .শুটিং
স্বপ্নিল কুসালে, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ফাইনাল (দুপুর ১টা)
অঞ্জুম মুদগিল, সিফট কউর শর্মা, মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি (বিকেল ৩:৩০)
৩.ব্যাডমিন্টন
সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি, ডাবলস কোয়ার্টার ফাইনাল (বিকেল ৪:৩০)
পিভি সিন্ধু, প্রি-কোয়ার্টার ফাইনাল (রাত ১০টা)
এইচএস প্রণয় বনাম লক্ষ্য সেন, প্রি-কোয়ার্টার ফাইনাল (বিকেল ৫:৪০)
৪.হকি
ভারত-বেলজিয়াম (দুপুর ১:৩০)
৫ .বক্সিং
নিখাত জারিন, প্রি-কোয়ার্টার ফাইনাল (দুপুর ২:৩০)
৬.তিরন্দাজি
প্রবীণ রমেশ যাদব (দুপুর ২:৩১)
৭.অ্যাথলেটিক্স
আকাশদীপ সিংহ, বিকাশ সিংহ, পরমজিৎ সিংহ বিস্ত, পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা (সকাল ১১টা)
প্রিয়াঙ্কা গোস্বামী, মহিলাদের ২০ কিলোমিটার হাঁটা (দুপুর ১২:৫০)
৮.গল্ফ
শুভঙ্কর শর্মা, গগনজিৎ ভাল্লার (দুপুর ১২:৩০)
৯.সেলিং
বিষ্ণু সর্বানন (বিকেল ৩:৪৫)
নেত্রা কুমানন (সন্ধ্যা ৭:০৫)