১৪ অগাস্টে ঘটা ভাঙচুরের ঘটনায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়


নিউজ ডেস্ক - গত ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় এবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাম-বিজেপিকে দায়ী করলেন ৷ তিনি সরাসরি অভিযোগ জানালেন, ওই দিনের হামলা এবং ভাঙচুরের পিছনে বিরোধীরাই দায়ী৷ এর সাথে, বিরোধীদের বিরুদ্ধে আরও অভিযোগ যে তারা‘এভিডেন্স লুট’করেছে ৷ জানালেন, "ফ্লোর ভুল করায় বুঝতে পারেনি৷"

শুক্রবার দুপুর ৩টে নাগাদ আর জি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি তুলে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেখানে তাঁর সঙ্গে ছিলেন শতাব্দী রায়, জুন মালিয়া, মহুয়া মৈত্র সহ দলের অন্য নেতা, বিধায়ক, সাংসদও৷ এরপর মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চেও নিজের পাশে দলের মহিলা সদস্যদের রেখেছিলেন তৃণমূলনেত্রী৷ এদিন তাঁর বক্তৃতার বিষয় ছিল বিরোধী বাম-বিজেপিকে আক্রমণ৷

আরজি করের ভাঙচুর চালানোর বিষয় মুখ্যমন্ত্রীর অভিযোগ, "গিয়েছিলেন রাতের বেলা এভিডেন্স লুট করতে। মেশিন ভেঙেছেন। সিসিটিভি ভেঙেছেন। ফ্লোর ভুল করায় বুঝতে পারেননি। হাসপাতাল গুন্ডাগিরির জায়গা নয়। হাসপাতাল মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়ার জায়গা। প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বাম-বিজেপি দেবেন নাকি এই টাকাটা।"

ঘটনার দিন রাতের পরিস্থিতি নিয়েও  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "রাতে ঘটনা ঘটল কী করে? এটাই আমার প্রশ্ন। মেয়েটা রাত একটা অবধি খাওয়া দাওয়া করেছে। তারপর তাঁর কাছে ওষুধের জন্য যায় নার্স। সকাল ৯‘টা অবধি খোঁজ নিলেন না। যাঁরা ডিউটিতে ছিলেন তাঁরা কী করছিলেন?"

এরসাথে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, "আন্দোলনে আমার জন্ম। আন্দোলনেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে রাজা থেকে দিল্লির নেতা আমার গায়ে টাচ করে দেখাক। আমাকে মারবেন? আমাকে গুলি করে মারুন। আপনি জায়গা বলুন। আমি একা যাব। আমার সাথে পুলিশ থাকবে না। কী ভাবছেন আমাকে সরালেই, ফাঁকা জায়গা পেয়ে যাবেন?"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন