নিউজ ডেস্ক - গত ২০ আগস্ট একটি নির্দেশিকার মাধ্যমে হুগলির পুলিশ সুপার কামানশিস সেন জানালেন যে রাজ্যে এই প্রথম কোনো পুলিশ জেলা হিসাবে হুগলি সব স্তরের পুলিশ অফিসার, কর্মী ও সহায়িকাদের জন্য পিরিয়ড লিভ শুরু করল।প্রায় সব পুলিশ ইউনিটে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।আর আজ বুধবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
হুগলির এসপি বলেন ," পিরিয়ডের সময়ে মহিলাদের অনেকেরই শারীরিক বা ইমোশনাল ভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়েন । ফলে অফিসার র্যাঙ্ক থেকে সহায়িকা পর্যায় পর্যন্ত সবক্ষেত্রে অনুমতি সাপেক্ষে ১ দিনের ছুটি কেউ চাইলে নিতে পারবেন। পিরিয়ডের প্রথম ও দ্বিতীয় দিন এই ছুটি নেওয়া যাবে।"
Tags
WEST BENGAL