নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর: শ্রাবণ মাসে ভক্তসমাগমে মুখরিত তারকেশ্বর ধাম। বিপুল ভক্ত সমাগমে তারকেশ্বরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজিব কুমার সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।
তারকেশ্বর ধাম পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে প্রতিষ্ঠিত দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্ত এখানে পূজার্চনা করতে আসেন। লক্ষাধিক ভক্ত সমাগমে নিরাপত্তা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে সোমবার তারকেশ্বরের উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের মাননীয় ডি. জি রাজিব কুমার। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন আই.পি.এস মহাশয়, ডি.আই.জি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং আ ই.পি.এস মহাশয়, সিপি চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত. পি. জাভালগি, IPS মহাশয় এবং এস.পি হুগলি রুরাল মাননীয় কামনাশিষ সেন, আই পি এস মহাশয়।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি শ্রাবণ মাস উপলক্ষে পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিকরা প্রত্যেকেই তারকেশ্বর মন্দিরে পুজো দেন।