তৃণমূল সুপ্রিমোর 'ফোঁস' মন্তব্যে ঘোর সমালোচনা! কি বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী

 

নিজস্ব সংবাদ দাতা: বিজেপির ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় সেই আবহেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি বাস। বিভিন্ন জায়গায় দেখা যায় ট্রেন অবরোধ করা হয়। বাস পুড়িয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন ," প্রথম থেকেই দলবদ্ধ ভাবে এই বনধের বিপক্ষে আমরা ছিলাম বাংলা সাধারণ মানুষও এর বিপক্ষে ছিল। এই সর্বনাশা বনধ আজকের দিনে আর চলে না। মানুষ কাজ করতে চায় মানুষকে অবরুদ্ধ করে কোন আন্দোলন হয় না। কিন্তু বিজেপির যেহেতু জনসমর্থন নেই তাই তারা বনধ রেখে দিল। নবান্নর সামনে একটা অরাজকতা তৈরি করল। ইট - পাটকেল মেরে পুলিশকে আহত করল। এই যে অরাজকতার পরিবেশ তারা নিজের হাতেই তৈরি করল। সেই পরিস্থিতিতে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছাড়ানোর দাবিতে আবার একটা বনধের  ডাক তারা দিল এবং সেখানেও কিন্তু তারা অনেক বাসকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে এবং সরকারি সম্পত্তি যারা নষ্ট করে তাদের সেই ক্ষতিপূরণও দিতে হবে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম এরা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করল এবং সেই রেল অবরোধে রেল পুলিশ সেই অবরোধ তোলার চেষ্টাও করলো না। সুতরাং কেন্দ্রীয় সরকার বিজেপি এটা সমর্থন করলেন এবং অলিখিতভাবে সমর্থন করলেন। সর্বোপরি মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলার বন্দোবস্ত করলেন। 

তিনি আরও বলেন,"এটা আমরা লক্ষ্য করেছি অবরোধ বিষয়টি এখন আর চলে না। সেখানে যারা অবরোধকারী ছিলেন তাদের নির্দিষ্ট ধারায় মামলা হবে। এখন রেল পুলিশকেই তো আর দেখা গেল না। ফলে এরা কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? সবটাই আমাদের কাছে ধোঁয়াশা। তবে আমাদের আবেদন রয়েছে গোটা ঘটনাটাকে কেন্দ্র করে বিচার চাওয়া মানুষের অধিকার এবং আর জি কর কাণ্ডেও যা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি আমরাও চাইছি , সবাই চাইছে অর্থাৎ বাংলার মানুষ চাইছে। কিন্তু আন্দোলনের নামে অরাজকতা , মানুষের অসুবিধা সৃষ্টি করা দুর্ভোগে ফেলা , এটা কিন্তু আজকের দিনে আর কাম্য নয়। কোনমতেই কিন্তু এটা রাজ্য সরকার বরদাস্ত করবে না। কিছু দুষ্কৃতি দলের মধ্যে ঢোকানো আছে তারা এটা করছে তাদের দিকেই নজর রাখছে রাজ্য প্রশাসন। 

জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে  পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,"  যে আপনারা কাজে যোগ দিন। কর্ম বিরোধী রাখলে প্রচুর গরীব মানুষ যারা মূলত সরকারি হাসপাতালে চিকিৎসা করায়। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইতিমধ্যে কত মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে তা আমরা জানিনা। জুনিয়র ডাক্তারদের কাছে এটাই আবেদন ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে , আপনারা প্রতিবাদ করুন পাশাপাশি আপনাদের এই চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু পুরোদমে চালু রাখুন"। 

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল সরকারের স্লোগান ছিল, ‘বদলা নয়, বদল চাই’। এ প্রসঙ্গে তিনি বলেন," আমরা যখন ২০১১ সালের আগে বিরোধী দলের ক্ষমতায় ছিলাম তখন যে সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল দীর্ঘ ৩৪ বছর। প্রায় ৫০ হাজারের মতো বিরোধী প্রতিবাদী মানুষদের খুন করা হয়েছে বাংলায়। অনেক অত্যাচার করা হয়েছে এবং বিরোধী দল হিসেবে আমাদের দলের উপরেও যথেষ্ট অত্যাচার চলেছে। কিন্তু ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে অর্থাৎ যেদিন তিনি শপথ নিচ্ছিলেন সেই দিন থেকেই তিনি বলেছেন ,"বদলা নয় আমরা বদল যাই"। "আমরা বদলায় বিশ্বাস করিনা আমরা বদলে বিশ্বাস করি " অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হচ্ছে না তার উন্নয়ন ঘটাতে হবে। মানুষের কাছে সমস্ত রকম পরিষেবা পৌঁছে দিতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে সেই কথাগুলোকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস বদলা নয় বদলে বিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে , সেখানে বদলা কোন প্রসঙ্গই ছিল না। কিন্তু যারা অন্যায় করছে যারা ফেক ভিডিও তৈরি করে বাংলার সমাজকে বিভ্রান্ত করছে এবং বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি সৃষ্টি করছে। এই অরাজকতা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ করার কথা বলছেন।সেটা তো তিনি রামকৃষ্ণের ভাষাতেই বলেছেন। সেখানেই কিন্তু ফোঁস কথাটা ওঠে। এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে , অন্যায় ঘটে চলবে আর আমরা চুপ করে থাকবো না। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ছে,  সেই প্রতিটা মানুষেরই অধিকার রয়েছে , তেমনি বিরোধী দল যে অরাজকতা তৈরি করছে , তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেবের ভাষায় ফোঁস অর্থাৎ এই ফেক ভিডিও বানিয়ে বাংলার মানুষকে বারংবার বিভ্রান্ত করা হচ্ছে। সেটারই প্রতিবাদ করার কথা বলেছেন"।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন