বিরল রোগের সাকসেসফুল অপারেশন শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে


সেখ আব্দুল আজিম, হুগলী: বড়সড়ো অপারেশনের সাক্ষী থাকলো শিয়াখালা সঞ্জীবনী হেল্থ কেয়ার নার্সিংহোম। গত বৃহস্পতিবার রাতে বছর ৩২ এর এক পুরুষের লিঙ্গ জনিত সমস্যা নিয়ে বেসরকারি নার্সিংহোম শিয়াখালা সঞ্জীবনী হেল্থ কেয়ার নার্সিংহোমে ভর্তি হয়। রোগের নাম প্রপ্রিজম। চার ঘণ্টার বেশি লিঙ্গ (পুরুষাঙ্গ) শিথিল না হওয়ার কারণে এই অপারেশনের প্রয়োজন হয় বলে জানিয়েছেন, ইউরো স্পেশালিস্ট ডাক্তার দাউদ খাঁন। সাধারণত এই ধরনের বিরল রোগ দেখা যায় না। গ্রামীন এলাকায় এই ধরনের অপারেশন হয় না বললেই চলে।


ডাক্তারবাবুর কথায়, তার দীর্ঘ আট বছরের ডাক্তারি জীবনে হুগলি জেলায় প্রথমবার এই রোগের অপারেশন করলেন তিনি। রোগী এই মুহূর্তে সুস্থ আছে। কিছুদিন নার্সিংহোমে থাকতে হবে। আরোও বেশ কয়েকটি চেকআপের প্রয়োজন রয়েছে বলে জানান ডাক্তার বাবু।


শিয়াখালা সঞ্জীবনী নার্সিং হোমের একজন কর্ণধার হেদায়েতুল্লাহ বলেন," কলকাতা বা অন্যান্য রাজ্যের তুলনায় কম খরচে এই বিরল রোগের সফল অপারেশন আমরা করতে পেরেছি। সাধারণ এই ধরনের রোগ খুব কমই দেখা যায়। আমাদের পক্ষ থেকে রোগীর প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা আমরা করবো।"

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন