নিউজ ডেস্ক - বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে ছড়াল তুমুল উত্তেজনা । অভিযোগ, ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। শনিবার ওই হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। মৃতের পরিবারের দাবি, ভুল চিকিৎসা করা হয় রোগীর। যার জেরে এমন চরম পরিণতি হল।আর এরপরই রোগীর আত্মীয়রা হাসপাতালে চড়াও হন। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের চিকিৎসার গাফিলতিতে ওই হাসপাতালেই মৃত্যু হয় এক রোগীর । মৃত ব্যক্তি বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামের বাসিন্দা ছিলেন। অসুস্থতার জেরে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
শুকচাঁদের ছেলে রিপন শেখ বলেন, “আজ একবার দেখার পর আর কোনও ডাক্তার দেখতে আসেননি। সন্ধ্যায় মানুষটা মরে গেল। ওরা আমাদের কুকুর ছাগল মনে করে। একজন ডাক্তার ছিল না। অথচ যেই হইচই করলাম ১০০ ডাক্তার মনে হয় চলে এল। তার মানে এখানে ডাক্তার ছিল। মারা যাওয়ার পর ডাক্তার”