নিউজ ডেস্ক - হাওড়ার রাজবল্লভ সাহা লেনের একটি পাঁচ তলা আবাসনে চুরি। ভোর রাতে চোরেরা মেইন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢুকে চারটি ফ্ল্যাটের ভেতর থেকে নগদ টাকা, সোনা এবং রূপোর অলংকার চুরি করে পালিয়ে যায়।
আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিন জনের চোরের দল যেসব ফ্ল্যাটে চুরি করে সেখানে কেউ ছিলেন না। চোরেরা প্রথমে একতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে যাবতীয় সোনার গয়না এবং টাকা পয়সা চুরি করে। তাপর একই ভাবে আরও তিনটি ফ্ল্যাটে ঢুকে পরপর চুরি করে। চুরির সময় উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। চারটি ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে পাঁচতলায় মহারাষ্ট্রের বাসিন্দা পদম প্রসাদের ফ্ল্যাটে।
জানা যাচ্ছে , রূপোর ব্যবসায়ী পদম দিন কয়েক আগে দেশের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই চোরেরা তাঁর ফ্ল্যাট থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা এবং রূপোর গয়না নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে খবর, চারটি ফ্ল্যাট থেকে নগদ টাকা এবং গয়না মিলিয়ে মোট ৪০ লক্ষ টাকা চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে যে তিন জন চোরকে ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়। পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছেন চোরেরা আগে থেকেই জানত কোন কোন ফ্ল্যাটের বাসিন্দারা নেই। ফলে বেছে বেছে সেইসব বাড়িতেই চুরি করে। এক্ষেত্রে স্থানীয় কোনো দুষ্কৃতীর যোগ আছে কিনা টা খতিয়ে দেখা হচ্ছে। ওই আবাসনে নিরাপত্তা কর্মী না থাকায় চুরির পর চোরেরা নিঃশব্দে বেরিয়ে যেতে সক্ষম হয়। তাদের খোঁজে শুরু করেছে পুলিশ।
আবাসনের এক বাসিন্দা বলছেন, “আমরা তখন সবাই ঘুমোচ্ছিলাম। সিসিটিভি ফুটেজে আমরা সবটা দেখি। তখন রাত ৩.৪০ মিনিট বাজে। প্রথম থার্ড ফ্লোরে একটা ঘরে যায়। সেখানে অল্প সামগ্রী পায়। তারপর পাঁচ তলায় যায়, সেখানে অনেক অ্যামাউন্টের সব পায়। আরেকটা পরিবার মহারাষ্ট্রে থাকে, তাঁদের পরিবারেও চুরি হয়। মোট পাঁচটা ফ্ল্যাটে চুরি হয়। মোট ৪০-৫০ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।”