Dankuni: সবুজায়নের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও এলাকার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: অনুষ্ঠিত হয়ে গেল ডানকুনি ৩নং ওয়ার্ডের পরিচালনায় রক্তদান শিবির, একইসাথে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এপ্রসঙ্গে এদিন ডানকুনি পুরসভার CIC কল্লোল ব্যানার্জি বলেন,"দেখুন আমরা তৃণমূল কংগ্রেস দল করি, মমতা বন্দ্যোপাধ্যায় এর দল করি। এটাই বলার যে ভোট যখন আসে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা দেখা যায়।অনেক ভাষণ শুনতে পাই ।কিন্তু রক্তদান শিবির হোক কি বাচ্ছা দেরপাশে থাকা হোক, যেটা আমাদের এই নতুন কাউন্সিলর মৌমিতা করেন।আমাদের তৃণমূল দলের কাউন্সিলর, তাই তিনি দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কি চায়, ওয়ার্ড এর মানুষ বুঝতে পারবে, বিপদের দিনের জন্য তৃণমূল দলের কাউন্সিলররাই আছেন"।

এপ্রসঙ্গে ৩নং ওয়ার্র্ডের কাউন্সিলর মৌমিতা পাল বলেন," আজকে আমাদের এখানে মূল উদ্যেশ্য হচ্ছে রক্তদান শিবির আর আমাদের অঞ্চলে যে কৃতি ছাত্র ছাত্রীরা আছেন, উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আজকের পুরস্কার দানের অনুষ্ঠান, এবং আমাদের ওয়ার্ডে যত পুরোনো কর্মীরা আছেন এবং সম্মানীয় ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে, এর সাথেও বাকি কাউন্সিলর দের পুরস্কার দেওয়া হচ্ছে"। আরো তিনি যোগ করে বললেন, "যে কতদিন ক্ষমতায় থাকবো তা জানি না কিন্তু যে কটা দিন দায়িত্ব পেয়েছি সেই কদিন মানুষের পাশে থাকবো।ওয়ার্ডে যে সমস্যা গুলো ছিল সেগুলো যেনো মেটাতে পারি।মমতা ব্যানার্জী বলেছেন মানুষের পাশে থাকাটা সবার আগে।মোট ৪৫ জন রক্ত দিয়ে গেছেন এবং প্রত্যেক রক্ত দাতাকে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে"।

তার কথায়, পরিবেশের জন্য চিন্তা করুন। তিনি মিডিয়ার মাধ্যমে সকল মানুষকে সচেতন করেন।কারণ ২০১৯ সালে কোভিড ১৯ এর সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল।সেই পরিস্থিতিকে মাথায় রেখে মানুষ যেন আরো বেশি করে গাছ লাগায়। সেভ ট্রী সেভ লাইফ।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন