নিউজ ডেস্ক - সোমবার বিধানসভা মুখ্যমন্ত্রীর কক্ষে নওশাদ সিদ্দিকি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে হয়ে কথাবার্তা। নওশাদ সাংবাদিকদের সামনে দাবি করেন যে , ফুরফুরা শরিফের ব্যাপার নিয়েই কথা হয়েছে দুজনের। নওশাদ হলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই।
অনেকের মতে, ফুরফুরা শরিফের উন্নয়নের ব্যাপারে সরকারের সঙ্গে সেতুবন্ধনের কাজ করেন বরাবর ত্বহা সিদ্দিকি। সেক্ষেত্রে নওশাদ এই বিষয় নিয়ে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন, তা নিয়ে জল্পনা দানা সৃষ্টি হচ্ছে। এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরেও জল্পনা দতৈরি হয়েছিল।ওই বৈঠকে শুভেন্দুর সঙ্গে ছিলেন মনোজ টিগ্গা। পরে ওই বৈঠক নিয়ে ব্যাখ্যাও দেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এবার নওশাদ এদিনের সাক্ষাৎ প্রসঙ্গে আরও কিছু বলেন কিনা, সেটাই নজরে বিষয়।