নিউজ ডেস্ক - রবিবার সকালবেলায় জানাগেট এলাকায় কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে খোলা এক হাইড্রেনে থেকে উদ্ধার হল এক মাঝ বয়সী মহিলার দেহ।পুরসভার সাফাই কর্মীরা নর্দমা পরিষ্কার করার সময়ে ড্রেনের ভিতর মহিলাকে দেখতে পান। তৎক্ষণাৎ চ্যাটার্জিহাট থানার পুলিশে কাছে খবর দেওয়া হলে তারা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এই ক্ষেত্রে একটি অস্বাভাবিক মৃত্যু মামলাও রুজু হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালে আমি মর্নিং ওয়াকে যাচ্ছিলাম। দেখি চার-পাঁচজন ড্রেনের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি মাঝ বয়সী মহিলা হাই ড্রেনে মুখ উল্টে পড়ে রয়েছেন। পুলিশ সবে তখন এসেছে। মনে হচ্ছে পড়ে গিয়েছেন উনি।”
এই দিন, ঘটনার পরই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ওই ড্রেনের মুখ খোলা অবস্থায় আছে। আর তার পাশ দিয়েই যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীদের আরও দাবি, কোনওভাবে ওই মহিলা পা পিছলে ড্রেনে পড়ে যান ফলে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা চাইছেন ড্রেনের খোলা মুখ বন্ধ হোক।
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, “কোনা এক্সপ্রেসওয়ের ১১৭ নম্বর জাতীয় সড়ক। এর দেখভালের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার। তবে পুর এলাকার নিকাশী ব্যবস্থা ভাল রাখার জন্য হাইড্রেনের উপর ফাঁকা জায়গা রাখা হয়, যাতে পাম্পের সাহায্য জল বের করে দেওয়া যায়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে।”