নিউজ ডেস্ক - সোমবার ব্রাজ়িলের সাও পাওলোতে একটি যাত্রিবাহী বিমান ভেঙে পরে ৫৮ জন যাত্রী ও পাইলট-সহ চার জন বিমানকর্মীর মৃত্যু। স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোনিউজ়ের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শুক্রবার এটিআর-৭২ বিমানটি ৫৮ জন যাত্রীকে নিয়ে কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল। আর যাত্রাপথেই ঘটে দুর্ঘটনা। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।ফলে বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়।
বিমানটি ভেঙে পড়ার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পরা আগুন লাগার ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঝ আকাশ থেকে একটি বিমান ঘুরতে ঘুরতে নীচের দিকে নেমে একটি জনবহুল এলাকায় পড়ে। তার সঙ্গে সঙ্গে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।শুধু মাত্র আগুনের শিখাই দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান, ওই বিমান দুর্ঘটনার কারণেই আগুন ধরেছে।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাও পাওলো শহরের দমকল বিভাগ এবং পুলিশ ও উদ্ধারকারী দলও। কিন্তু কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
Tags
accident