নিউজ ডেস্ক - বাংলাদেশের ছাত্র বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন বাংলাদেশের সেনাপ্রধান। আর এরইমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। সূত্রের খবরে জানা যাচ্ছে ,প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে চপারে করে ভারতের উদ্দেশে রওনা দেন হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা। ফলে অনুমান করা হচ্ছে যে, বাংলাদেশের শাসনভার উঠতে চলেছে সেনার হাতে। সূত্রের আরও খবর,সামরিক হেলিকপ্টার আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নেমেছে। সেখান থেকে কলকাতার সেনা সদর ফোর্ট উইলিয়ামে আসতে পারেন তারা।
সোমবার হাসিনা গণভবন ছাড়ার খবর প্রকাশ্যে আসার বেশ কয়েক ঘণ্টা পর দুপুরেই ঢাকার গণভবনের সামনে জনতারা ভিড় জমান। গণভবন দখল নিয়ে চলে ভাঙচুর।এবং ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মূর্তিও। ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে।
সূত্রের খবর, গোটা পরিস্থিতির আঁচ করার পর আজই আইবি প্রধান তপন ডেকাকে নিয়ে ঢাকা পৌঁছে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বাংলাদেশ সেনার কাছে হাসিনা পুত্র জানান ," কোনও অনির্বাচিত কাউকে সরকার গঠন করা থেকে যেন আটকানো হয়। সংবিধান মেনে এই দেশ ও দেশবাসীর নিরাপত্তা আপনাদের হাতে।"