নিউজ ডেস্ক - রবিবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে পুকুর থেকে উদ্ধার হল তরুণীর মৃতদেহ। ময়নাগুড়ি ব্লকের কালিরহাট দ্বারিকামারি গ্রামের বাসিন্দা মৃত ওই তরুণীর নাম ঝুমা রায় । পরিবার ও প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে, ঝুমার কিছু মানসিক সমস্যা ছিল। শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। ওইদিন বিকাল হলেও মেয়ে বাড়ি না ফিরলে চিন্তা বাড়তে থাকে পরিবারের। এরপর রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি তাঁর। তারপর রাত পেরোতে রবিবার সকালে বাড়ির কাছাকাছি এক পুকুরে দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এরপর বাড়ির লোককে খবর দেওয়া হলে তারা গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়ে দেন। ঝুমার মৃত্যু কি জলে ডুবে মৃত্যু হয়েছে, নাকি লুকিয়ে রয়েছে খুনের রহস্য, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা টা ময়নাতদন্তের রিপোর্টে পরই জন যাবে।
Tags:
WEST BENGAL