নিউজ ডেস্ক - শত শনিবারে মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরের হরদৌল বাবার মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৯ শিশুর। ওইদিন এই মন্দিরে একটি অনুষ্ঠান উপলক্ষে ভক্তরা হাজির হয়েছিলেন। তখন মন্দিরের দেওয়াল আচমকা ভেঙে পড়ে। আর তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়জন শিশুর। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকটি শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।সেখান থেকে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া ।
পুলিস সূত্রের খবরে জানা যাচ্ছে, রবিবার সকাল পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে ওই এলাকায়। শনিবার মন্দিরের এক কোণায় বসে মাটির শিবলিঙ্গ বানাচ্ছিল শিশুরা। তখনই আচমকাই মন্দিরের একাংশের দেওয়াল হুড়মুড়িয়ে ধসে পড়ে। আর তাতেই চাপা পড়ে যায় একাধিক শিশু। আর সাথে আরো জানা যাচ্ছে, মন্দিরের দেওয়ালগুলি ৫০ বছরের পুরনো ছিল। যা দীর্ঘদিন মেরামত না হওয়ায় এদিনের বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে ।