নিউজ ডেস্ক - মঙ্গলবার চিকিৎসকদের কর্মবিরতি ও গাফিলতির জেরে ফের আরও এক রোগী মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। জানা যাচ্ছে , সর্পাঘাতের পর দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি করানোর তিন ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় বিদ্যাসাগর সরকার নামে এক রোগীর। পরিবারের তরফ থেকে অভিযোগ, দুটি ইনঞ্জেকশন দিয়ে বিছানায় হাত পা বেঁধে ফেলে রাখা হয়। এরপর শরীর নীল হতে শুরু করলে ,নার্সদের সে ব্যাপারে বলে তারা ধমক দিয়ে তাড়িয়ে দেয় বলে দাবি। আর তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তিকে সাপে কামড়ায়। আধ ঘণ্টার মধ্যেই কর্ণসুবর্ণ হাসপাতালে আনা হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করিয়ে দেওয়া হয়।কিন্তু সেখানে চিকিৎসা না হওয়ায় ওই দিন সকাল আটটা নাগাদ মৃত্যু হয় তার। মৃতের স্ত্রী সুভদ্রা সরকার বলেন, “হাসপাতালে ভর্তি করার পরও দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল। তারপর একটা ইঞ্জেকশন দেয়। আর তারপর থেকেই শরীরটা নীল হতে থাকে। সাপে কাটা বহু রোগী সঠিক চিকিৎসা পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছে। কিন্তু চিকিৎসা হলে আমার স্বামীকেও বাঁচানো যেত।”