BREAKING:গভীর রাতে আগুন বাঁকুড়ার সারেঙ্গার একটি সমবায় ব্যাঙ্কে

 



নিউজ ডেস্ক - মঙ্গলবার রাতের অন্ধকারে আগুন লাগল ঘটনা বাঁকুড়ার সারেঙ্গার একটি সমবায় ব্যাঙ্কে। আগুনে পুড়ে যায় কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী। অবশেষে ব্যাঙ্ক কর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

জানা যাচ্ছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও দিনভর লেনদেন চলার পর সন্ধ্যায় ব্যাঙ্ক বন্ধ করে কর্মীরা বাড়িও ফিরে যান। এরপর গভীর রাতে ওই ব্যাঙ্কে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের ও

সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় খাতড়ার দমকল কেন্দ্রে। ব্যাঙ্ক কর্মীরা জানান, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ব্যাঙ্কের কর্মীরা। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে আগুনে ব্যাঙ্কের কম্পিউটার, টাকা গোনার একাধিক যন্ত্র, এসি ও ফ্যান সহ অন্যান্য বিদ্যুতিন সামগ্রী পুড়ে গেলেও নথিপত্রের কোনও ক্ষতি হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, অগ্নিনির্বাপক সমস্ত ব্যবস্থা থাকার সত্ত্বেও কিভাবে আগুন লাগলো সেই নিয়ে উঠছে প্রশ্ন ।কর্মীরা মনে করেছেন শর্ট সার্কিটের জেরে এমনটা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন