নিউজ ডেস্ক - ফের আর একটি রেল দুর্ঘটনা। জানা যাচ্ছ, আজ ভোররাতে উত্তরপ্রদেশে সবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে ভালো খবর এই যে এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। ওই ট্রেনে প্রায় ১৩০০ জন যাত্রী ছিলেন।
রেলের তরফ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, শনিবার ভোররাতে উত্তর প্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে পরে ১৯১৬৮ নং সবরমতী এক্সপ্রেস। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরই রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে যাত্রীদের ট্রেন থেকে উদ্ধার করে কানপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। রেল সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে, রেল লাইনে একটি বোল্ডার ছিল যাতে ধাক্কা লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় । ফলে এই দুর্ঘটনা হয়েছেওবলে প্রাথমিকভাবে অনুমনপি করছে রেল। রেল ঘটনার তদন্ত শুরু করেছে।
আবার এই ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, "সবরমতী এক্সপ্রেসের ইঞ্জিনটি ট্র্যাকের উপর রাখা একটি বস্তুকে আঘাত করে এবং আজ ভোররাক ২টো ৩৫ মিনিটে কানপুরের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনে তীক্ষ্ণ আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। প্রমাণ সুরক্ষিত। আইবি ও ইউপি পুলিশও এ নিয়ে কাজ করছে। যাত্রী বা কর্মীদের কোন আঘাতও আঘাত লাগেনি। আমদাবাদ পর্যন্ত যাত্রার উদ্দ্যেশ্যে যাত্রীদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।"