নিউজ ডেস্ক - শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কামারকুণ্ডু স্টেশনে হাওড়া থেকে তারকেশ্বরগামী ওই ট্রেনের একটি কামরার নীচ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই ট্রেনের চালক এবং ইঞ্জিনিয়ারদের কাছে খবর গেলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন।জানা যাচ্ছে, ট্রেনটি কামারকুণ্ডু স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। আর তার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েন। যদিও রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক ত্রুটি মেরামত করে দেন।রেল সূত্রে খবর থেকে জন্য যাচ্ছে , ব্রেক বাইন্ডিংয়ের জন্য ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। তবে রেলের কর্মীরা এসে ব্রেক মেরামতি করার পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়। এই ঘটনার জেরে কামারকুণ্ডু স্টেশনে ট্রেনটি বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকলেও ওই শাখায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই রেল সূত্রে খবর।