BREAKING : পুকুর থেকে উদ্ধার এক ক্যানসার রোগীর দেহ , সাথে উদ্ধার একটি নোট যা থেকে বাড়ছে রহস্য

 


নিউজ ডেস্ক - রবিবার হাওড়ার জগৎবল্লভপুরে এক পুকুর থেকে এক ক্যানসার আক্রান্ত তপন মণ্ডল নামে এক রোগীর দেহ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হল। পুকুরপাড় থেকে পাওয়া একটি কাগজের টুকরো লেখা, "ক্যানসার, নো আনসার। বিদায় সকলকে।"  ফলে এটি একটি আত্মহত্যা না কি খুন,তদন্তে নেমে ধন্দে পড়েছে পুলিশও।পুলিশ সূত্রে জানা যাচ্ছে  শনিবার সন্ধ্যা থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যেরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ওইদিন সকালে বাড়ির পাশেই একটি পুকুরে তাঁর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মৃতের পরিবারের সদস্যেরা। এরপর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ওই ব্যক্তি বেশ কিছু দিন ধরে দুরারোগ্য অসুখে ভুগছিলেন। তাঁর পরিবার সূত্রে খবর, খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তার। যার চিকিৎসা চলছিল।তিনি দিনের বেশির ভাগ সময় বাড়িতেই থাকতেন। তার মধ্যে এই ঘটনা ঘটায় অবাক সকলে। দেহ উদ্ধারের খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান। আর তারা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি পুলিশ আধিকারিক বলেন, "লাল কালি দিয়ে সাদা কাগজে বড় বড় করে লেখা একটি নোট পাওয়া গিয়েছে। তাতে লেখা ছিল ‘ক্যানসার, নো আনসার।’ তাই প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল, এটা আত্মহত্যা। কিন্তু, দেহে উদ্ধারের সময় ওই ব্যক্তির হাত-পা বাঁধা ছিল। সে ক্ষেত্রে খুনের সন্দেহ উঠে এসেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের উপর ভরসা রাখছি আমরা। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন