BREAKING - মাথায় এসির আউটডোরের ইউনিট পরে মৃত্যু ১ জনের , এফাইয়ার দায় বাড়ির মালিকের বিরুদ্ধে

নিউজ ডেস্ক - শনিবার মধ্য দিল্লির দোরিওয়ালান এলাকায় দোতলা থেকে এসি-র আউটডোর ইউনিট মাথায় পড়ে মৃত্যু হল জীতেশ নামের ১৮ বছরের এক যুবকের। এর সাথে গুরুতর জখম হয়েছেন তাঁর বন্ধু। ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  মাথায় এসির আউটডোর ইউনিট পড়ার পর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  মৃতের বন্ধু প্রাণশু গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।   

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দোতলা বাড়ির সামনে স্কুটারে বসে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল জীতেশ। এরপর হঠাৎ করে উপর থেকে এসি-র আউটডোর ইউনিট ভেঙে  তাঁর মাথায় পড়ে । মুহূর্তের মধ্যেই ছিটকে যান জীতেশ। আর তার পাশে দাঁড়িয়েছিলেন তাঁর বন্ধু প্রাণশু। তাঁরও মাথায় আঘাত লাগে । এবং দু’জনেই রাস্তায় পড়ে যান। ঘটনাটি দেখে ছুটে আসেন আশপাশের লোক।   খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দেশবন্ধু রোড থানা এলাকার পুলিশ। 

জানা যাচ্ছে , দোতলা বাড়ির দেওয়াল থেকে এসির আউটডোর ইউনিট কোনওরকমভাবে খুলে গিয়েছিল। যা আচমকা পড়ে যায়। ঘটনার ভিডিও দেখে দুঃখপ্রকাশ করে নেটিজেনরা বলছেন, মৃত্যু কীভাবে আসবে কেউ জানে না। পাশাপাশি বাড়ির মালিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

আবার, দিল্লির এক সিনিয়র পুলিশ অফিসার ঘটনা প্রসঙ্গে বলেছেন, “শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ দেশবন্ধু রোড থানা এলাকার একটি দোতলা বাড়ির এসির আউটডোর ইউনিট ভেঙে যায়। নিচে দুই যুবক ছিলেন, তাঁদের মাথায় গিয়ে লাগে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অন্যজন হাসপাতালে ভর্তি।"  এর সাথে তিনি আরও জানালেন যে, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১২৫(এ) অনুযায়ী অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করা এবং ধারা ১০৬ অনুযায়ী অবহেলার কারণে মৃত্যু-এর আওতায় বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন