নিউজ ডেস্ক - সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা । ফলে রাজ্যের বাজারেও আলুর জোগান নিয়ে প্রশ্ন উঠে। তাই গতকাল, মঙ্গলবার মুখ্যসচিব বিপি গোপালিকা নবান্নে বৈঠক করেন । ওই বৈঠকে টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলেন। নবান্নের কনফারেন্স হলে সেই বৈঠক চলাকালীন হঠাৎ পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে তিনি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
সেই বড় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রফতানিতে ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। তবে অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবরে জানা যাচ্ছে, রাজ্য সরকার এক সপ্তাহ নজর রাখার পরে ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
Tags
WEST BENGAL