নিউজ ডেস্ক - বুধবার রাত দেড়টার সময়ে কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকার পাঁচটি কারখানায় আগুন লাগে।দমকলের মোট ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, রাত দেড়টার সময়ে, লোহাপট্টির ওই প্লাস্টিকের কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই দ্রুত দমকলে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় ব্যর্থ হলে পরে দু’দফায় আরও ১৫টি ইঞ্জিন যায়। কিন্তু বাকি ইঞ্জিন এসে পৌঁছানোর মধ্যেই পাশের চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয়দের একাংশ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং জায়গাটি ঘিঞ্জি হওয়ার কারণে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।