নিউজ ডেস্ক - আরজি করের হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি , বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। আর এরই মধ্যে হুগলির উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালের গেটের ভিতরেই মদ্যপ অবস্থায় ঘুরে বেড়ানোর অভিযোগে হাসপাতাল চত্বর থেকে পুলিশ গ্রেফতার করল ৯ জনকে।এই ঘটনার পর থেকে উত্তরপাড়া রাজবাড়ী হাসপতাল চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হল। রোগীর পরিবার,চিকিৎসক,নার্স,স্বাস্থ্য কর্মী এবং সাধারণ মানুষের জন্য নিয়োগ করা হল পুলিশ পিকেটিং।
জানা যাচ্ছে , বেশ কয়েকদিন আগেই হাসপাতালে চারিদিকের পাঁচিল ভেঙে গিয়েছে যা এখনও মেরামত করা হয়নি বলে অভিযোগ। স্থানীয়রা দাবি করছেন, ওই ভাঙা পাঁচিল দিয়েই হাসপাতাল চত্বরে বহিরাগতরা প্রবেশ করছে।আর হাসপাতাল চত্বর জুড়ে চলছে অবৈধ পার্কিং-এর ব্যবসা। এই বিষয়ে স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীদের পরিজনদের দাবি, হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর সাথে সাথে হাসপতালের সার্বিক পরিবেশের উন্নতি এবং হাসপাতালে অবাঞ্ছিতদের ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা হোক। পুলিশকর্মীরা অবশ্য আশ্বস্ত করে রোগীদের বলছেন, রাতে পাহারায় থাকছে পুলিশ। কোনও অসুবিধা হলে পুলিশকর্মীরা এগিয়ে আসবেন।