নিউজ ডেস্ক -৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে রাজগঞ্জের বর্ডার সংলগ্ন এলাকায় বালি পাচার রুখল রাজগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল সাতটি ডাম্পার। গ্রেফতার ডাম্পারের চালকরা।পুলিশ সূত্রে খবর, ওদলাবাড়ি থেকে বেআইনিভাবে বালি ডাম্পার বোঝাই করে নিয়ে রাতে ওই এলাকায় ফেলার চেষ্টা করছিল পাচারকারীরা।
এরপর পুলিশ কাগজপত্র দেখেতে বলে তা সঠিকভাবে দেখাতে না পারায় ডাম্পার গুলি বাজেয়াপ্তর করার সাথে সাথে বালি পাচারের অভিযোগে চালকদের গ্রেফতার করে। তবে,পাচারের ক্ষেত্রে নতুন কৌশল প্রয়োগ করে পাচারকারীরা। কার্যত পুলিশের হাত থেকে বাচঁতে ডাম্পারদের নম্বর প্লেট কাদা মাটি দিয়ে ঢেকে রাখে পাচারকারীরা।কিন্তু এত কিছুর পরও পুলিশের হাতে ধরা পড়ে যায়। রবিবার ওই ডাম্পার মালিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে তোলা হবে।
Tags
WEST BENGAL