নিউজ ডেস্ক - মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সের অনুরাগ জয়সওয়াল নামক এক মেধাবী পড়ুয়ার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল দেহ। জানা যাচ্ছে, শুক্রবার রাতে বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিল। আর পার্টি করে বাড়ি ফেরার পরদিনই উদ্ধার হল যুবকের মৃতদেহ । তবে শরীরে বিশেষ কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পার্টিতে কী হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর,কয়েকমাস আগেই ওই যুবক পড়াশোনার জন্য লখনউ থেকে মুম্বইয়ে এসেছিল। মুম্বইয়ের ওই ফ্ল্যাটে তিনজন যুবকের সঙ্গে ভাড়া থাকত সে।ওই যুবক তার বন্ধুদের সাথে শুক্রবার রাতে ভাসীতে একটি পার্টিতে গিয়েছিল। সেই পার্টিতে প্রায় ১৫০ জন পড়ুয়া ছিল। আর ওই পার্টিতে মদ্যপানও করে যুবক। এরপর অসুস্থবোধ করায় রাতে সর্ব আগে ফ্ল্যাটে ফিরে আসে ।এরপরই শনিবার সকালে বন্ধুদের ডাকাডাকি করার সত্ত্বেও না উঠলে, তারা চেম্বুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ প্রাথমিক তদন্ত থেকে অনুমান করছে যে, শারীরিক অসুস্থতার কারণে বা অতিরিক্ত মদ্যপানের জেরেই সম্ভবত মৃত্যু হয়েছে। আপাততত দুর্ঘটনার কারণে মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। আর পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে মুম্বই পৌঁছনোর পরই যেন ওই যুবকের ময়নাতদন্ত করা হয়।
Tags
India