NABANNA: নবান্ন অভিযানের আগের রাতে নিখোঁজ চার জন আন্দোলনকারী, উদ্বেগ প্রকাশ শুভেন্দু অধিকারীর

 

নিউজ ডেস্ক - নবান্ন অভিযান হওয়ার আগের রাত থেকে নিখোঁজ চার জন আন্দোলনকারীর।আর এর ফলে নবান্ন অভিযানের আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় অভিযোগ করলেন ।তিনি আশঙ্কা করছেন যে ওই চার আন্দোলনকারীর গ্রেফতার করা হয়েছে।এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তা পোস্ট করে জানিয়েছেন, চার আন্দোলনকারীর নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। ওই চারজনের উপর হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিল।আর হঠাৎ করে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। আবার ফোনেও তাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।আর এর পর শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি চার জন আন্দোলনকারীর কিছু হয়, তাহলে তার জন্য দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কারণ ওই চার জনকে পুলিশ গ্রেফতার কিংবা আটক করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু।

প্রসঙ্গ অনুযায়ী, মঙ্গলবার  ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর সেই আন্দোলনের সামনের সারিতে দেখা গিয়েছে প্রবীর দাস, শুভঙ্কর হালদার ও সায়ন লাহিড়িকে। কিন্তু শুভেন্দু অধিকারী যে চার জনের কথা  বলছেন, তাঁরাও এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে তাঁর দাবি।অপরদিকে , নবান্ন অভিযান ঠেকাতে জোর কদমে প্রস্তুত নিয়েছে পুলিশ। শুরু থেকেই অশান্তির আশঙ্কা করে পুলিশ প্রশাসন তৈরি হয়েছে।  আর সেইদিক থেকে আন্দোলনকারীদের খোঁজ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন