নিউজ ডেস্ক - গত ২১ আগস্ট হাওড়া এক তরুণীর উপর হল অ্যাসিড হামলা। আর হামলাকারী হিসাবে ধৃত তারই বোন । অ্যাসিড হামলার জেরে মেয়ের সঙ্গেই মাও আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তরুণীর বোন স্বীকার করেছে যে সে তার দিদির উপর অ্যাসিড হামলা করেছে।কিন্তু পুলিশের মনে সন্দেহ জাগে যে হামলার নেপথ্যে অন্য কেউ থাকতে পারে তাই বেলুড় থানার পুলিশ তদন্তে নেমে তরুণীর বোনকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
জানা যাচ্ছে , বাড়ির পাশের একটি অ্যালুমনিয়াম কারখানা থেকে অ্যাসিড নিয়ে এসে ঘরের ঘুলঘুলি দিয়ে ছুঁড়ে হামলা চালায় তার ঘুমন্ত দিদির উপর। অভিযুক্তের দিদির সঙ্গে আক্রান্ত হয় তাঁর মা-ও। গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন তরুণীকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে সে চিকিৎসাধীন । তবে তাঁর মা-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশের অনুমান যে, দিদি ও বোনের মধ্যে পরিবারিক ঝামেলার জেরে রাগ থেকেই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। ঘটনার পর অ্যাকশনে নামে বেলুড় থানা ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ফলে ঘটনা অনেকটাই পরিষ্কার হয়ে যায় এবং শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত তরুণী।