নিউজ ডেস্ক - পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সিংহচক গ্রামে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে ধরে খুটিতে বেঁধে রাখার পর পুলিশের হাতে তুলে দিল এলাকার লোকজন। বৃহস্পতিবার সকালে পেশায় রাজমিস্ত্রি ওই যুবককে আটক করে পুলিশ। কিন্তু যুবকের দাবি, তিনি এমন কিছুই করেননি। জানা যাচ্ছে, বীরভূম থেকে অভিযুক্ত হাসান শেখ নামে ওই রাজমিস্ত্রির কাজ করতে সিংহচক গ্রামে গিয়েছেন । বেশ কিছু দিন ধরেই দাসপুরের সিংহচক গ্রামের এক গৃহবধূকে তিনি কুপ্রস্তাব দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকী ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দেয় বলে অভিযোগ।
দিনের পর দিন এই ঘটনা হতে থাকায় প্রতিবেশীদের জানিয়ে দেন ওই গৃহবধূ। সেই খবর জানতে পেরেই এলাকার মানুষজন ওই যুবককে ধরে ফেলেন। এরপর তাঁকে খুঁটিতে বেঁধে রেখে দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এলে তাদের হাতে তুলে দেওয়া হয় তাকে। এলাকার মানুষজনের দাবি তাদের এলাকায় এরকম বহু অচেনা ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করছে। তাই এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি, সমস্ত ব্যক্তির সঠিক পরিচয় পত্র যাচাই করার পরই যেন এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়। ওই অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষরা।